স্পোর্টস ডেস্কঃ বাজে পারফরম্যান্সের কারণে কয়েক দিন ধরে ওয়েইন রুনির ছাঁটাই হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই আজ সত্য হলো। ১৫ ম্যাচ আর ৮৩ দিন পরই চাকরি হারালেন তিনি। বার্মিংহ্যাম সিটিতে কোচিং অধ্যায় সুখকর হলো না সাবেক ইংলিশ ফরোয়ার্ডের।
রুনির ছাঁটাইয়ের ঘোষণায় বার্মিংহ্যামের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্মিংহ্যাম সিটি আজ কোচ ওয়েইন রুনি ও কার্ল রবিনসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রত্যাশামতো ফল আসছিল না। যে কারণে বোর্ড ক্লাবের ভালোর জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
সাড়ে তিন বছরের চুক্তিতে গত ১১ অক্টোবর রুনিকে নিয়োগ দিয়েছিল বার্মিংহ্যাম। তখন চ্যাম্পিয়নশিপের টেবিলে ষষ্ঠ স্থানে ছিল দলটি। সেখান থেকে দলটি এখন নেমে গেছে ২০ নম্বরে। সবশেষ সোমবার তারা ৩-০ গোলে হারে লিডস ইউনাইটেডের বিপক্ষে। রুনির কোচিংয়ে ১৫ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে বার্মিংহ্যাম, জয় স্রেফ ২টি ও ড্র ৪টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post