স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি অবিশ্বাস্য সব কীর্তিতে নিজেকে যেমন নিয়ে যান অনন্য উচ্চতায়, তেমনি ক্লাবকেও পৌঁছে দেন সাফল্যের শিখরে। তবে দীর্ঘদিনের সম্পর্ক দুই বছর আগে চুকাতে হয় মেসি-বার্সার। নানা কারণে ক্লাব বদল করতে হয় আর্জেন্টাইন তারকাকে। তবে মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা জানান, মেসি বার্সার মাঠ থেকে বিদায় বলুক।
সংবাদমাধ্যম ইএসপিএনের সঙ্গে আলোচনায় মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা তার বার্সা ছাড়া প্রসঙ্গে বলেন, ‘শুধু আমি কেন, কেউই ভাবেনি (বার্সার সঙ্গে) ওর সম্পর্ক এভাবে শেষ হতে পারে। ক্লাবের মাহাত্ম্য বাড়াতে সে অনেক সহায়তা করেছে। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। সে না থাকলে এটা সম্ভব হতো না। আমি শুধু শিরোপার সংখ্যা বলছি না। বলছি খেলার সৌন্দর্য, মাঠে প্রভাব বিস্তার, নান্দনিকতা, কার্যকারিতা নিয়ে।’
গার্দিওলা আরো বলেন, ‘যখন একজন মানুষ বড় ও গুরুত্বপূর্ণ হয়, তখন তাকে সঠিকভাবে বিদায় জানানো উচিত। তাকে (মেসি) চলে যেতে হয়েছিল ক্লাবের কঠিন আর্থিক জটিলতার কারণে, আরও হাজারও কারণ ছিল, যেসবে আমি যেতে চাচ্ছি না এখন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০