স্পোর্টস ডেস্কঃ এবারের মত বার্সেলোনার ডাগআউটে শেষবার দাঁড়ালেন জাভি হার্নান্দেজ। লা লিগায় রোববার শেষ রাউন্ডে সেভিয়ার বিপক্ষে কোচ হিসেবে বিদায়ী ম্যাচ ছিল সাবেক এই মিডফিল্ডারের। তাঁর বিদায়ী ম্যাচটি জয়ে রাঙাল কাতালানরা। শিরোপাহীন মৌসুমে সেভিয়ার বিপক্ষী শেষ ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় জাভির দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গুরুতর এক অভিযোগ করলেন বরখাস্ত হওয়া জাভি। বার্সায় এই কোচকে শান্তিতে কাজ করতে দেওয়া হয় নি। জাভি বলেন, ‘আমার মনে হয়, গত আড়াই বছরে আমরা যা করেছি, তাতে ভূমিকম্প হয়ে গেছে। অনেক পরিস্থিতিতেই আমাকে নানা সময়ে ‘টার্গেট’ বানানো হয়েছে। শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি আমাকে।’
এদিকে সেভিয়ার বিপক্ষে বার্সার জয়ে গোল পেয়েছেন রবার্ত লেভানডফস্কি ও ফারমিন লোপেজ। সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ইউসুফ আন নাসেরি। এদিকে চার ম্যাচ হাতে রেখেই এবার লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার রানার্সআপ হওয়াও নিশ্চিত হয় আগেই। ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৭ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা, চ্যাম্পিয়নদের চেয়ে যা ১০ পয়েন্ট কম। ৪১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সেভিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post