বার্সায় ১৪ নম্বর জার্সি পরে খেলবেন ফেলিক্স

0
58

স্পোর্টস ডেস্কঃ অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে চেলসিতে খেলেছেন জোয়াও ফেলিক্স। ছয় মাস পর আবার মাদ্রিদে ফিরে নতুন ঠিকানায় পাড়ি জমালেন এই পর্তুগিজ তারকা। ফেলিক্স এখন ক্যাম্প ন্যুর ক্লাব বার্সেলোনায়।

২০১৯ সালে অ্যাথলেটিকোয় আসেন ফেলিক্স। তবে মাদ্রিদের ক্লাবটিতে প্রতিভার পূর্ণ স্ফূরণ ঘটাতে পারেননি এই তরুণ। এ বছর জানুয়ারির দলবদলে তাঁকে ধারে চেলসিতে পাঠায় স্প্যানিশ ক্লাবটি। এবার ধারে দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনায় যোগ দিয়েছেন।

বার্সায় ১৪ নম্বর জার্সি পরে খেলবেন ফেলিক্স। এর আগে চেলসিতে ২০ ম্যাচ খেলে ৪ গোল করেন এ ফরোয়ার্ড। এদিকে কাতালান ক্লাবটি নতুন মৌসুমের জন্য তিনজন খেলোয়াড়কে সই করিয়েছে। ম্যানচেস্টার সিটি থেকে যোগ দিয়েছেন ইলকায় গুন্দোয়ান। ফ্রি এজেন্ট হিসেবে দলে ভেড়ানো হয়েছে তাঁকে।

ফ্রি এজেন্ট হিসেবে আছেন ইনিগো মার্তিনেজ। ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি খরচ করে আনা হয়েছে ব্রাজিলের ভিতর রকিকে। এছাড়া দলবদলের শেষদিনে এসে ধারে জোয়াও কানসেলো যোগ দিয়েছেন বার্সায়। পেপ গার্দিওলার সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় গত জানুয়ারিতেই কানসেলো চলে যান বায়ার্নে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here