স্পোর্টস ডেস্কঃ নতুন ভূমিকায় এক দশকের বেশি সময় পর থিয়াগো আলকানতারা ফিরেছেন শৈশবের ক্লাব বার্সেলোনায়। কাতালান ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিকের কোচিং স্টাফে যোগ দিয়েছেন স্পেনের হয়ে ইউরোজয়ী সাবেক এই ফুটবলার। নতুন ভূমিকায় ১১ বছর পর বার্সেলোনায় ফিরলেন তিনি। তাঁকে ফ্লিকের কোচিং স্টাফে যুক্ত করার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় বার্সেলোনা। ‘গোটা গ্রীষ্মে’ ক্লাবের সঙ্গে থাকবেন এবং নিজে কোচ হওয়ার লক্ষ্যে শিখবেন তিনি।
ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাজিনহোর বড় ছেলে থিয়াগোর জন্ম ইতালিতে। ২০০৮ সালে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। ব্রাজিলের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি স্পেনকেই জাতীয় দল হিসেবে বেছে নেন। ২০১১ সালে মাত্র ২০ বছর বয়সে স্পেন জাতীয় দলে সুযোগ পান থিয়াগো। বার্সেলোনার হয়ে ঠিক ১০০টি ম্যাচ খেলে ১১টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেন তিনি। ক্লাবটির হয়ে চারবার লা লিগা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন। ২০২০ সালে বায়ার্ন মিউনিখ থেকে ৪ বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছিলেন থিয়াগো। লিভারপুল ক্যারিয়ারে একটি এফএ কাপ জেতা থিয়াগো বায়ার্নের হয়ে জিতেছেন বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post