বার্সার ঘাটতি চোখে পড়েছে জাভির

0
74

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় ওসাসুনার মাঠে বড় পরীক্ষা দিতে হয়েছে বার্সেলোনাকে। যদিও শেষ মুহূর্তের পাওয়া গোলে জয় পেয়েছে তারা। শুরুতে জুলস কুন্দের গোলে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি জাভি হার্ন্দান্দেজের দল। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টিতে বার্সাকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন রবার্ত লেভানডফস্কি।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ ম্যাচ শেষে জানান, পুরো ম্যাচে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে বেশ কিছু ঘাটতি চোখে পড়েছে তাঁর চোখে। জাভি বলেছেন, ‘আমাদের খেলা, ধৈর্য এবং আক্রমণ তৈরি সবকিছুতেই ঘাটতি ছিল। আমাদের লড়াই করতে হয়েছে, ভুগতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়টা পেয়েছি। এল সাদারে কাজটা সব সময় কঠিন। তারা রক্ষণে দারুণ ছিল।’

বার্সায় অভিষেকের পর দ্যুতি ছড়িয়েছেন লামিন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি ডাক পেয়েছেন স্পেন জাতীয় দলেও। তবে ওসাসুনা ম্যাচে তাঁর কাছ থেকে সেরাটা পান নি জাভি। ডিফেন্ডার বালদেও নিজের ছায়া হয়ে ছিলেন। জাভি বলেন, ‘আমরা ওয়ান অন ওয়ানে লামিনে এবং বালদের নৈপুণ্য মিস করেছি। যখন বল আমাদের দখলে ছিল, আমাদের সৃষ্টিশীলতার অভাব ছিল। তবে এই স্টেডিয়ামে সব দলের জন্য কাজটা কঠিন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here