স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে কাতালানদের হারের পর জাভি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘৩০ জুন আমি এই ক্লাব ছেড়ে চলে যাচ্ছি। ক্লাব সভাপতি ও স্টাফদের সাথে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
২০২১ সালের নভেম্বরে ঘোর অন্ধকারে থাকা বার্সার দায়িত্ব নেওয়া জাভির ছেড়ে দেওয়াটা মানতে পারছেন না অনেকে। তবে তার ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। কেন এবং কোন পরিস্থিতিতে মেনে নিতে হয়েছে, সেটা জানালেন ক্লাব সভাপতি। কঠিন এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধও জানালেন তিনি।
লাপোর্তা বলেন, ‘জাভি আমাকে বলল, মৌসুম শেষে সে কোচের পদ ছেড়ে দিবে। এই মৌসুমটা সে শেষ করতে চায়। এটা একটা প্রক্রিয়া এবং আমার মেনে নিতে হয়েছে, কেননা, প্রস্তাবটা শাভিই দিয়েছে। বার্সেলোনা সমর্থকদের কাছে সে একজন কিংবদন্তি। মৌসুমের শেষ পর্যন্ত দলের প্রতি তার ও স্টাফদের সর্বোচ্চ নিবেদন থাকবে। লা লিগা এখনও হারাইনি আমরা এবং আমাদের লড়াই করতে হবে।’
এদিকে ভিয়ারিয়াল ম্যাচে হারে পয়েন্ট ব্যবধানে আরও পিছিয়ে গেছে বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়নরা ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে চলতি মৌসুমের বড় চমক জিরোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post