বার্সায়ই থাকছেন রবের্তো, করলেন চুক্তি নবায়ন

0
11

স্পোর্টস ডেস্ক:: এমাসেই বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যেতো ডিফেন্ডার সার্জিও রবের্তো। তবে মেয়াদ শেষের আগেই বার্সেলোনা এই ডিফেন্ডারের সাথে চুক্তি নবায়ন করেছেন।

নতুন চুক্তিতে আগামি এক বছর বার্সায়ই থাকছেন রবের্তো। ২০২৩ মৌসুম পর্যন্ত এই ডিফেন্ডারের সাথে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ ক্লাবটি। নতুন চুক্তিতে তার ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ৪০ কোটি ইউরো।

রবের্তোর সঙ্গে নতুন করে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ২০১০ সাল থেকেই বার্সায় খেলে আসছিলেন এই ডিফেন্ডার। ১৪ বছর বয়সে জিমনাস্তিক থেকে বার্সায় তিনি নাম লিখিয়ে ছিলেন।

রবের্তো এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৩১৬ টি ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ বার্সার হয়ে প্রায় সব শিরোপারই স্বাদ নিয়েছেন তিনি। তবে ইনজুরির জন্য চলমান মৌসুমের পুরোটা সময় খেলতে পারেননি। ৩৭ ম্যাচ মিস করেছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here