স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, তারা রোনালদোকে ছাড়বে না। তবে সিআর সেভেন যে ম্যানইউতে থাকতে চাইছেন না। ক্লাবটিকে লিগ সেরা করার স্বপ্ন নিয়ে গিয়ে ছিলেন। পারেননি কিছুই করতে। উল্টো এবার চ্যাম্পিয়ন্স লিগেই নেই ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ ফুটবল তারকা তাই ক্লাব বদল করছেন এমন গুঞ্জন জোর।
ক্লাব বাদলের খবর আরো জোরালো হয় নতুন মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন ক্যাম্পে তিনি যোগ না দেওয়ায়। সোমবার নতুন কোচের অধীনে ক্যাম্প শুরু করেছে ম্যানইউ। কিন্তুু তাতে যোগ দেননি রোনালদো। যদিও ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক কারণেই ছুটি নিয়েছেন এই তারকা। তবে এর সত্যতা নিশ্চিত করেননি সিআর সেভেন বা তার প্রতিনিধি।
এবার গুঞ্জন বার্সেলোনায় যোগ দিতে পারেন রোনালদো। মেসিকে হারানোর পর ক্লাবটিও এই তারকাকে পেতে মরিয়া। সুযোগ পেলেই লুফে নিতে চায় তারা। ইতমধ্যে রোনালদো ম্যানচেস্টার কর্মকর্তাদের জানিয়েছেন তার মতামত। বলেছেন, যদি কোনো ক্লাব উপযুক্ত প্রস্তাব পাঠায় তবে যেনো তাকে বিক্রি করে দেওয়া হয়।
বার্সায় যাচ্ছেন রোনালদো এমন ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক নুনো লুজ। তিনি বলেন ‘রোনালদো ইউনাইটেডে সুখি নন। তিনি ক্লাব ছাড়তে চান। কিন্তু ফুটবলে এর সমাধান খুব সহজ নয়। রোনালদোর মতো খেলোয়াড়দের জন্য এটা আরো বেশি কঠিন। খুব বেশি ক্লাব নেই যারা তা মাপের ফুটবলারদের দলে নেয়ার সক্ষমতা রাখে।’
বার্সেলোনা রোনালদোর শেষ ঠিকানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘রিয়ার মাদ্রিদ রোনালদোর প্রতি আগ্রহ দেখাচ্ছে না। বার্সেলোনাই তার জন্য শেষ ঠিকানা হতে পারে। তার এজেন্ট মেন্ডিসের সাথে বার্সেলোনার সু-সর্ম্পক রয়েছে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কথাও ভুলে গেলে চলবে না। তবে রোনালদোর দলবদল নিয়ে এখন কিছু বলা যাবে না। সব কিছু এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। লিসবনে অনুশীলন করছেন। সময় হলেই তার সিদ্ধান্ত আমরা জানতে পারবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০