স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ তারকা পেশাদার খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটা সময়ই বার্সেলোনায় কাটিয়েছেন। মিডফিল্ডে দীর্ঘদিন রাজত্ব করেছেন। আর সেখানে দীর্ঘ সময় তার জার্সি নম্বর ছিল ‘৮’।
নিশ্চিতভাবেই ‘৮’ নম্বরটা স্পেশাল বার্সা শিবিরের জন্য। ২০১৮ সালে ক্লাব ছেড়ে যাওয়ার পর, ইনিয়েস্তার এই ৮ নম্বর জার্সি গায়ে জড়ান আর্থার, পিয়ানিচ ও দানি আলভেস। সবশেষ দ্বিতীয় দফায় ক্লাব ছাড়ার আগে গেল মৌসুমে জার্সিটি পড়েছিলেন আলভেস।
তবে নতুন মৌসুমে এবার ভিন্ন জনের কাছে জার্সিটি তুলে দিয়েছে বার্সা শিবির। কাতালান ক্লাবটির হয়ে এখন এই ‘৮’ নম্বর জার্সি পড়ে মাঠ মাতাবেন পেদ্রি। যাকে কিনা ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে বিশ্ব ফুটবলের।
এর আগে ২০২০ সালে বার্সায় যোগ দিয়ে ২০ নম্বর জার্সি পান পেদ্রি। দুই বছর একই জার্সিতে মাঠ মাতানোর পর, ১৯ বছর বয়সী এই ফুটবলার পেলেন নতুন জার্সি। এবার দেখার পালা, এই জার্সিতে নিজেকে কতদূর নিয়ে যেতে পারেন স্প্যানিয়ার্ড উদীয়মান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা