স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুমের আগে দলবদলে এসি মিলানের আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিয়েকে বিনামূল্যে কিনেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। বুধবার ২৫ বছর বয়সী কেসিয়েকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে বার্সেলোনা।
২০১৬-১৭ মৌসুমে আতালান্টা ছেড়ে এসি মিলানে ধারে পাড়ি দেন কেসিয়ে। ২০১৯ সালে পাকাপাকিভাবে তাকে দলে টানে মিলান। এ জন্য তাদের খরচ হয়েছিল ৩ কোটি ৩০ লাখ ইউরো। এবার মিলানের দল ছেড়ে জাভি হার্নান্দেজের অধীনে কেসিয়ে খেলবেন স্পেনে। মিলানের হয়ে পাঁচ মৌসুমে ২২৪ ম্যাচে ৩৯ গোল আছে তার।
বার্সেলোনাতে খেলতে উন্মুখ হয়ে আছেন কেসিয়ে। কাতালান ক্লাবেও অবদান রাখতে চান তিনি। বুধবার পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে কেসিয়ে বলেন, ‘আমি এখন জাভির (হার্নান্দেজ) হাতে আছি, একমাত্র তিনিই বার্সেলোনায় আমার পজিশন ঠিক করবেন। যেখানেই খেলি না কেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব…আমরা সব সময় উন্নতি করার চেষ্টা করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০