বার্সায় যোগ দিয়ে প্রথমবার অনুশীলন সারলেন কেসিয়ে

0
5

স্পোর্টস ডেস্কঃ দলবদলের বাজারে নতুন ফুটবলার ঢেরায় ভিড়িয়েছে এফসি বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে, এসি মিলান থেকে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিয়েকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। চার বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দেন কেসিয়ে।

আইভেরি কোস্টের এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। বুধবার ২৫ বছর বয়সী কেসিয়েকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় বার্সেলোনা। সেদিনই ক্লাবটিতে নিজের প্রথম অনুশীলন সারেন কেসিয়ে।

শুরুতে ফিটনেস অনুশীলনে অংশ নেন কেসিয়ে। এরপর মাঠের অনুশীলনে নামেন তিনি। জানিয়েছেন জাভির অধীনে খেলতেই বার্সায় আসা তার। প্রথম দিনই তিনি কোচ জাভিসহ দলের ফুটবলারদের সাথে পরিচিত হন। দলের পক্ষ থেকে ছোট্ট অভ্যর্থনাও জানানো হয় তাকে। এসময় বেশ উচ্ছ্বাস দেখা যায় তার মাঝে।

উল্লেখ্য, ২০১৬-১৭ মৌসুমে আতালান্তা ছেড়ে এসি মিলানে ধারে পাড়ি দেন কেসিয়ে। ২০১৯ সালে পাকাপাকিভাবে তাকে দলে টানে মিলানের ক্লাবটি। এজন্য তাদের খরচ হয়েছিল ৩ কোটি ৩০ লাখ ইউরো। মিলানের হয়ে পাঁচ মৌসুমে ২২৪ ম্যাচে ৩৯ গোল আছে তার। এবার ইতালির ফুটবল ছেড়ে ঘাঁটি গড়লেন স্পেনে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here