স্পোর্টস ডেস্কঃ চেলসি ছেড়ে অ্যান্তোনিও রুডিগার এখন রিয়াল মাদ্রিদের। ফ্রি এজেন্টে যোগ দিয়েছেন মাদ্রিদের ক্লাবে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে মুখিয়ে আছেন এই জার্মান ডিফেন্ডার। চেলসি তাকে ধরে রাখতে চেয়েছিল। ইউরোপের বেশ কিছু শীর্ষ পর্যায়ের ক্লাব তাকে দলে চেয়েছিল। সেসব উপেক্ষা করে রিয়ালে আসেন তিনি।
চেলসির সাবেক ডিফেন্ডার রুডিগারকে পেতে আগ্রহী ছিল বার্সেলোনা। এমনটাই জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে রুডিগার বলেন, ‘বার্সা আমার প্রতি আগ্রহী ছিল। কিন্তু আমি আমার ভাইকে বলেছিলাম, হয় রিয়াল মাদ্রিদে যাব নয়তো নয়।’
রিয়ালে পা রাখা প্রসঙ্গে রুডিগার বলেন, ‘আমি খুবই গর্বিত। তবে অনুভূতি এখনো বুঝতে পারছি না। কারণ এখনও রিয়ালে পা রাখা হয়নি। দ্রুতই পরিবার নিয়ে শিফট করবো। রিয়ালের মর্ম এরপরই হয়তো বুঝতে পারবো।’
ক্যারিয়ারের বড় পদক্ষেপ মনে করেন নিশ্চয়? এমন প্রশ্নে রুডিগার বলেন, ‘জীবনের মতো ফুটবল ক্যারিয়ারেও অধ্যায় আছে। ওই হিসেবে অবশ্যই নতুন অধ্যায়। সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পদক্ষেপ।’