স্পোর্টস ডেস্কঃ নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে নতুন দল নিয়ে ভালোই শুরু করেছিল বার্সেলোনা। কাতালানরা তাদের নিজস্ব ছন্দে ফেরার আভাস দিয়েছিল। লিগে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ জয় বঞ্চিত লিওনেল মেসিরা। আর দলের এমন পারফরম্যান্সে আক্রমণভাগ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন কাতালানদের কোচ। ২০২০/২১ মৌসুমের স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত ছয়টি ম্যাচে বার্সেলোনা গোল করতে পেরেছে মাত্র ১০। আর তাতেই দুঃশ্চিন্তা তুঙ্গে কোম্যানের।
আলাভেজের সঙ্গে ১-১ গোলে ড্র করে আক্রমণভাগ নিয়ে দুঃশ্চিন্তার কথা শোনালেন কোম্যান। তিনি বলেন, ‘আক্রমণে আমাদের পারফরম্যান্স দেখে আমি উদ্বিগ্ন। এটি কোনো খেলোয়াড়দের অনুশীলন বা অন্য কোনো সমস্যা না, এটি গোলপোস্টের সামনে অনিশ্চয়তা।’
অসংখ্য গোলের সুযোগ নষ্ট করা বার্সার আক্রমণভাগ নিয়ে কোম্যান আরো বলেন, ‘এটা (গোল সুযোগ নষ্ট) আমাদের জুভেন্টাসের বিপক্ষে এবং আজকেও হয়েছিল। আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেছিলাম, যেগুলো আমরা হাতছাড়া করেছি। আমরা এতগুলো হাতছাড়া করতে পারি না। অবশ্যই আমি উদ্বিগ্ন যে আমরা শেষ তিন ম্যাচের ১২ পয়েন্টের মধ্যে মাত্র দুটি পয়েন্ট তুলেছি। এটা উদ্বেগজনক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০