স্পোর্টস ডেস্কঃ ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার সার্জিও রবার্তো। রোববার (১১ আগস্ট) বার্সা থেকে নিশ্চিত করা হয়ে এই স্প্যানিয়ার্ডের ক্লাব ছাড়ার খবর। রবার্তো ঘোষণা দিয়েছেন যে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সেলোনাকে বিদায় বলবেন। পরবর্তী গন্তব্য কোথায়, ৩২ বছর বয়সী রবার্তো তা এখনো জানাননি।
বার্সেলোনার সঙ্গে রবার্তোর পথচলার শুরু ২০০৬ সালে যুব দল দিয়ে। ২০১০ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। এরপর থেকে ক্লাবটির হয়ে ৩৭৩ ম্যাচ খেলে জিতেছেন ২৫টি শিরোপা। ১৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩৯টি গোল। নিজের শেষ মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্বটা ছিল রবার্তোর হাতে। তবে শেষ মৌসুমটা এই মিডফিল্ডারের কেটেছে ভুলে যাওয়ার মতো। অধিনায়ক হিসেবে যে কোনো শিরোপাই গত মৌসুমে উঁচিয়ে ধরতে পারেননি তিনি। ১৪ বছরের ক্যারিয়ারে বার্সেলোনায় রবার্তো জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লা লিগা শিরোপা। এ ছাড়া তিনি জিতেছেন ৬টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০