স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছেড়ে সৌদির ক্লাব আল আহলিতে যোগ দিলেন ফ্রাঙ্ক কেসিয়ে। চার মৌসুমের চুক্তিতে যোগ দিলেও এক মৌসুমেই বার্সা অধ্যায় শেষ ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের। তাঁকে দলে পেতে ১ কোটি ২৫ লাখ ইউরো লেগেছে আল আহলির।
আল আহলি চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবল থেকে আগেই দলে নিয়েছে রবের্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্ডির মতো তারকাদের। এই দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন রেড বুল সালজবার্গের সফল কোচ মাথিয়াস জাইসলে।
এর আগে ২০১৬-১৭ মৌসুমে আতালান্তার হয়ে দুর্দান্ত খেলে সেরি আ জায়ান্ট এসি মিলানের নজর কাড়েন কেসিয়ে। ২০১৭ সালে ধারে ক্লাবটিতে পাড়ি দেন। ২০১৯ সালে পাকাপাকিভাবে তাকে দলে টানে মিলান। এই দলে পাঁচ বছরের অধ্যায়ে পরিপূর্ণ একজন মিডফিল্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি।
২০২১-২২ মৌসুমে সেরি আ জয়ের মধ্য দিয়ে মিলান অধ্যায়ের ইতি টানেন কেসিয়ে। যোগ দেন বার্সায়। কিন্তু কাতালান ক্লাবে এক মৌসুমের বেশি টিকলেন না তিনি। নতুন ঠিকানা সৌদি প্রো লিগের দল আল আহলি এই দলে কেসিয়ে সতীর্থ হিসেবে পাবেন ফিরমিনো-মাহরেজদের।
কদিন আগে চেলসি ছেড়ে আল আহলিতে যোগ দিয়েছেন সেনেগালের গোলকিপার মেন্ডি ও লিভারপুল ছেড়ে যাওয়া ফিরমিনো। এবার তাদের সাথে যোগ দিলেন কেসিয়ে। এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে চার বছরের জন্য নতুন ঠিকানা আল আহলিতে যোগ দেন মাহরেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০