স্পোর্টস ডেস্কঃ গত মৌসুমে বার্সেলোনা থেকে ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সে নাম লিখিয়েছিলেন ফ্রান্সিসকো ত্রিনকাও। তবে পর্তুগিজ এই ফরোয়ার্ড আবার ফিরেন বার্সায়। মূলত প্রিমিয়ার লিগের দলটির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ত্রিনকাওয়ের।
ত্রিনকাওকে এক বছরের লোনে দলে ভিড়িয়েছে তার স্বদেশী ক্লাব স্পোর্টিং সিপি। লোনের মেয়াদ শেষে স্পোর্টিং চাইলে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবে দলে ভেড়াতে পারবে তাকে। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি স্পোর্টিং তাকে বিক্রি করে, তার ৫০% যোগ হবে বার্সেলোনার অ্যাকাউন্টে।
২০২০-২১ মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেছেন ত্রিনকাও। যেখানে লা লিগায় ২৮ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচ, কোপা দেল রে তে ৫ ম্যাচ ও স্প্যানিশ সুপার কাপে ২ ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এই সময়ে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। কেবল তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি। তার তিনটি গোলই লা লিগায়।
এরপর উলভস ক্যারিয়ারে ৩০ ম্যাচে করেছেন মাত্র তিনটি গোল। মাত্র ২২ বছর বয়সেই পর্তুগাল, স্পেন ও ইংল্যান্ডের মতো দেশের লিগে ১৬৫টি ক্লাব ম্যাচ খেলেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০