বার্সা তরুণের গোলে টানা পঞ্চম জয় স্পেনের

0
119

স্পোর্টস ডেস্কঃ ইউরোর বাছাইয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল স্পেন। বৃহস্পতিবার রাতে সাইপ্রাসকে অনায়াসে হারাল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। মূল পর্বের টিকেট আগেই মিলেছে স্প্যানিশদের। আজ রাতে নিয়মরক্ষার ম্যাচে অনায়াস জয় পেয়েছে তারা।

সাইপ্রাসের মাঠে রাতে ৩-১ গোলে জিতেছে স্পেন। লামিন ইয়ামালের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই তাদের অন্য দুটি গোল করেন মিকেল ওইয়ারসাবাল ও হোসেলু। ইউরোর বাছাইয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল স্প্যানিশরা। নিশ্চিত হয়েছে মূল পর্ব।

৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্পেন। এই গ্রুপ থেকে স্কটল্যান্ডেরও মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে। জর্জিয়ার মাঠে এদিন তারা ২-২ গোলে ড্র করেছে। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।আট ম্যাচের সবকটিতে হেরে বাছাই শেষ করল সাইপ্রাস।

প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে দারুণ পাসিং ফুটবলে শাণানো নিখুঁত আক্রমণে এগিয়ে যায় স্পেন। আগুয়ান গোলরক্ষকের বাধা এড়িয়ে এবং পরক্ষণে আরেকজনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ১৬ বছর বয়সী ইয়ামাল। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওইয়ারসাবাল। বাঁ দিক থেকে গ্রিমালদোর বাড়ানো থ্রু পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড।

চাপ ধরে রেখে ২৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ওইয়ারসাবালের কর্নারে বল দূরের পোস্টে পেয়ে ডান পায়ের শটে তৃতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড হোসেলু। ৭৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান কমায় সাইপ্রাস। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে আক্রমণে ওঠে তারা। সতীর্থের লম্বা থ্রু পাস ডি-বক্সে ধরে নিচু শটে গোলটি করেন ডিফেন্ডার কস্তাস পিলেস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here