বার্সা মেসির সঙ্গে নেইমারকেও চাচ্ছে!

0
61

স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনা মেসিকে ফেরাতে চাইছে। লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাসের সঙ্গে বৈঠক করে সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষায় আছে দলটি। শুধু মেসিই নয়, একই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও দলে পেতে চায় ক্লাবটি। পিএসজিও ব্রাজিলিয়ান তারকার উপর বেশ নাখোশ। তাকে ছাড়তে চায় তারা।

আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বস জানাচ্ছে, বার্সা মেসিকে মৌখিক প্রস্তাব দিয়েছে। আর্জেন্টাই তারকাও মৌখিক সম্মতি দিয়েছেন। লা লিগার অনুমতি পেলেই আনুষ্ঠানিক ভাবে এগুবে দুই পক্ষ। গণমাধ্যমটি জানিয়েছে, শুধু মেসি নয়, নেইমারকে আনতে চাইছে বার্সা। কারণ ব্রাজিলিয়ান তারকা যাওয়ার পর থেকেই তার পজিশনে ভুগছে দলটি।

নেইমার-মেসিদের ফেরাতে বার্সা প্রস্তুুতিও নিচ্ছে। কিছু খেলোয়াড়কে বিক্রি করে দেওয়ার পথে এগুচ্ছে দলটি। ফোর্বস জানিয়েছে, নেইমার ক্লাব ছাড়ার পর থেকে বার্সা লেফট উইংয়ে যোগ্য কাউকে পায়নি। এখনো ভুগছে দলটি। সে কারণে মেসির সঙ্গে ব্রাজিলিয়ান তারকাকেও দলে আনতে পারে ক্লাবটি।

ফরাসি জায়ান্টসদের সঙ্গে মেসির যে সম্পর্ক ভালো যাচ্ছে না সেটা স্পষ্ট। চুক্তির মেয়াদ ফুরাতে চললেও এখনো চুক্তি নবায়ন হয়নি। তার ওপর ক্লাবের অনুমতি না নিয়ে সৌদী আরব সফরে যাওয়ায় এই তারকাকে নিষিদ্ধই করেছে ক্লাব। যদিও ইতিমধ্যে বিশ্বজয়ী এই তারকা ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা সাময়িক প্রলেপ হলেও অনেকেই বলছেন, দুই পক্ষের সম্পর্কের অবনতি হয়েছে। সম্পর্ক ছেদের মধ্য দিয়ে যার সমাপ্তি হতে পারে।

ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে পিএসজির বোঝাপড়া হচ্ছে না বেশ আগ থেকেই। নানা খবরও গণমাধ্যমে এসেছে। ক্লাবও এই তারকার উপর সন্তুুষ্ট নয়। সব মিলিয়ে আগামি ট্রান্সফার উইন্ডোতে কি হয় সেটা নিয়েই যতো আলোচনা-গুঞ্জন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here