স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আগামী মাসে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে বিশ্রাম দিতে পারেন দলটির কোচ লুইস এনরিকে! এজন্য অবশ্য শর্ত জুড়ে দিলেন কাতালান দলটির সাবেক কোচ।
নিজের টুইচ (ভিডিও লাইভ–স্ট্রিমিং সার্ভিস) চ্যানেলে কথা বলার সময় বার্সার বিপক্ষে এমবাপেকে বিশ্রাম দেওয়া নিয়ে বেশ রসিকতাই করলেন এনরিকে। এই স্প্যানিশ কোচ টুইচে এক ব্যক্তির মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, কেউ যদি ‘শানা’ দাতব্য ফাউন্ডেশনে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করেন, তাহলে এমবাপেকে বেঞ্চে রাখবেন তিনি। এনরিকে বলেন, ‘এমবাপেকে সেন্টার-ব্যাক হিসেবে খেলাতে টুইচে কতজনের সাবস্ক্রিপশন নিতে হবে? সাবস্ক্রিপশন লাগবে না, এই দাতব্য ফাউন্ডেশনে ৪০ বা ৫০ লাখ ইউরো দান করুন, তাহলে হয়তো কিলিয়ানকে বিশ্রাম দিতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post