বার্সেলোনাকে ৪ গোল দিলো সেল্টা ভিগো

0
26

স্পোর্টস ডেস্ক: তারকা খচিত ক্লাব বার্সেলোনার জালে ৪ গোল দিয়েছে সেল্টা ভিগো।  রোববার লা লিগার দ্বিতীয় পরাজয় দেখল কাতালান ক্লাবটি। সেল্টা ভিগো এদিন ৪-৩ গোলে হারিয়েছে লুইস এনরিকের দলকে।

লা লিগায় মাঝের সারির দল সেল্টা ভিগো। কিন্তু নিজেদের মাঠে রোববার যেন জ্বলে ওঠল তারা। রীতিমতো চমকে দিয়ে চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়! আরও সুস্পষ্ট করে বললে ১১ মিনিটের ব্যবধানেই তিনবার বার্সার জালে বল জড়ায় তারা!

২২ মিনিটে যার শুরুটা করেন পিওনে সিস্টো। ৩১ মিনিটেই সেল্টা ভিগোর ব্যবধান দ্বিগুন করেন ইয়াগো আসপাস। সাবেক লিভারপুলের এই মিডফিল্ডারের গোল উৎসবের রেশ কাটতে না কাটতেই নিজেদের জালে বল জড়ান জেরেমি ম্যাথিউ। এর ফলে ৩-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা!

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে মেসিবিহীন বার্সা। ৫৮ মিনিটে জেরার্ড পিকে এবং ৬৪ মিনিটে পেনাল্টিতে নেইমার গোল করে ব্যবধান কমালে কিছুটা হলেও স্বস্তি ফিরে কাতালান শিবিরে। কিন্তু দারুণ উজ্জীবিত সেল্টা ভিগোর হয়ে ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন পাবলো হার্নান্দেজ। এরপর আবারও ছন্নছাড়া হয়ে পড়ে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের শেষ মুহূর্তের ৮৭ মিনিটে জেরার্ড পিকে আরও একটি গোল করলেও তাতে কেবল ব্যবধানটাই কমে বার্সেলোনার। এই ম্যাচে একেবারেই নিস্প্রছ ছিলেন কাতালান ক্লাবটির উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

সেল্টা ভিগোর কাছে হারের ফলে শীর্ষ তিন থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। সাত ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরের দল এখন বার্সা। শীর্ষে দিনের প্রথম ম্যাচেই জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৫। রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ১৫ হলেও গোল ব্যবধানের কারণে দুইয়ে নেমে গেছে। আর ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে সেভিয়া।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here