স্পোর্টস ডেস্ক:: বিশ্বের সবচেয়ে বেশি শিরোপা জয়ী ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস ছেড়ে যাচ্ছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দলবদলের বাজারে ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে টানছে মেক্সিকান ক্লাব পুমাস উনাম। মেক্সিকান ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।
পুমাস আপাতত এক বছরের চুক্তি করছে ব্রাজিলিয়ান এই তারকার সাথে। ভবিষ্যতে অবশ্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। চলতি দলবদলের বাজারেই বার্সেলোনা ছেড়ে পুমাসে যাচ্ছেন আলভেস।
ফুটবল বিশ্বে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতা ফুটবলার দানি আলভেস। জাতীয় দল ও ক্লাব ফুটবলে এখন পর্যন্ত তিনি ৪৪টি শিরোপা জিতেছেন। ব্রাজিলিয়ান এই তারকার প্রতি তাই অনেক ক্লাবেরই নজর ছিলো। সুযোগ পেয়ে তাই মেক্সিকান ক্লাব পুমাস এই তারকাকে নিজেদের দলে ভেড়াচ্ছে।
আলভেসের অপেক্ষায় আছে জানিয়ে একটি টুইট করেছে পুমাস উনাম। একটি টুইটে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে ক্লাবটি লিখেছে, ‘দানি আলভেস, আমরা তোমার অপেক্ষায় রয়েছি।’ ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই তারকার সাথে এক বছরের চুক্তি হচ্ছে ক্লাবটি। তবে চুক্তিতে শর্ত রয়েছে, ভবিষ্যতে ক্লাব চাইলে আরো এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারে।
ব্রাজিল জাতীয় দলের এই তারকার ক্লাব ফুটবলে বড় বড় অনেক ক্লাবেই খেলেছেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, ফরাসি ক্লাব পিএসজি, জুভেন্টাস ও সেভিয়ার মতো ক্লাবগুলোতে খেলেছেন দানি আলভেস। এবার তিনি নাম লেখাচ্ছেন মেক্সিকান ফুটবলেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০