বার্সেলোনাকে বিধস্ত করে নিজিদের টিকিয়ে রাখলো ভায়াদোলিদে

0
48

স্পোর্টস ডেস্ক:: ছিলো অবনমনের শঙ্কায়। হারলেই অবনমন হয়ে যাওয়ার শঙ্কা ছিলো। এমন ম্যাচে উজ্জীবিত ভায়াদোলিদ দুর্দান্ত খেলা উপহার দিলো। লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনাকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়লো। তাতে নিজিদের লা লিগায় টিকিয়ে রাখার সম্ভাবনা বাড়ালো দলটি।

পয়েন্ট টেবিলের তলানির তিন দল নেমে যাবে নিচের স্তরে। বার্সাকে হারিয়ে আপাতত সেই তিন দল থেকে বেরিয়েছে ভায়ালোদিদ। ২০ দলের লা লিগায় ১৭ নম্বরে উঠেছে দলটি। ৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। ১১ জয়ের সঙ্গে পাঁচ ‘ড্র’ ও বিশ হার। ৩৫ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকা গেতাফে, ৩৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থাকা এস্পানিওল ও ২০ পয়েন্ট নিয়ে বিশে থাকা এলচে অবনমনের তালিকায় আছে।

শিরোপাধারী দল বার্সার বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয়ে ভায়াদোলিদ নিজেদের টিকিয়ে রাখার সম্ভাবনা বাড়ালো। ম্যাচ শুরুর মিনিট দুইয়ের মধ্যেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। শুরুটা করলো নিজেদের ভুলে। জাভির দলের ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন হেডে দারুণ একটি গোল করেন, তবে সেটি নিজেদের জালেই। ভায়াদোলিদ ১-০ গোলে এগিয়ে যায় দ্বিতীয় মিনিটের ওই আত্মাঘাতী গোলে।

কুড়ি মিনিট পর আবারো ভুলের খেসারত দেয় বার্সা। এবার পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে। ম্যাচের ২২তম মিনিটে সাইল লারিন স্পট কিক থেকে গোল করলে লেভানডফস্কিরা পিছিয়ে যায় ২-০ গোলে। বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যাচে ফিরতে চেষ্টা করে বার্সা। জাভির দল একাধিক সুযোগও তৈরি করে। তবে তা কাজে লাগাতে পারেনি। বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রতিপক্ষের জালে দেখা পাচ্ছিলো না। উল্টো পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে। ম্যাচের ৭৩তম মিনিটে গঞ্জালো প্লাটার গোলে ভায়াদোলিদ ৩-০ গোলে এগিয়ে যায়।

বড় ব্যবধানে পিছিয়ে পড়া বার্সেলোনা আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ দিকে ব্যবধান কমিয়েছেন কেবল লেভানডফস্কি। ম্যাচের ৮৪তম মিনিটে ফ্রেঙ্কি ডি জংয়ের পাস থেকে পাওয়া বলে গোল করেন এই তারকা। ম্যাচের ব্যবধান হয় ৩-১। হালি গোলের ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ে লা লিগার চ্যাম্পিয়নরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here