বার্সেলোনাকে হুমকি দিলেন ফাতির বাবা

0
79

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের অধীনে আছে লিগ টেবিলের শীর্ষে। তবে বার্সার হয়ে আনসু ফাতির নিয়মিত খেলা হচ্ছে না। সবশেষ ৩৮ ম্যাচের মধ্যে ২৭টিতেই বদলি হিসেবে নামানো হয়েছে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। তাতে বেশ ক্ষুব্ধ ফাতির বাবা।

বার্সেলোনায় ফাতি কম খেলার সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁর বাবা। স্প্যানিশ রেডিও ‘কোপ’ এর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘বিষয়টি যদি আমার ওপর নির্ভর করত, আমি তাকে (অন্য দলে) নিয়ে যেতাম, কিন্তু (আনসু) বার্সেলোনায় থাকতে চায়। সে অন্য ক্লাবে যেতে চায় না, তবে আমি তাকে সফল হতে দেখতে চাই। (বেশি খেলার সুযোগ না পাওয়ায়) বাবা হিসেবে আমি ক্ষুব্ধ।’

ফাতি বেড়ে উঠেছেন বার্সার যুব একাডেমি লা মাসিয়ায়। লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডের মালিক তিনি। রেকর্ড গড়েছেন স্পেন দলের হয়েও গোল করে। তবে সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। দীর্ঘ সময় চোটের কারণে ছিলেন মাঠের বাইরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here