স্পোর্টস ডেস্কঃ আগামী মৌসুম থেকে আর বার্সেলোনার কোচ হিসেবে থাকছেন না জাভি হার্নান্দেজ। বিদায়ের ঘোষণা দেওয়া সাবেক এই বার্সা তারকা ইঙ্গিত দিয়েছিলেন, ক্লাব ম্যানেজমেন্টের বিভিন্ন আচরণের কারণেই তার এমন সিদ্ধান্ত। ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি সরাসরিই বললেন, বার্সেলোনায় কোচকে মূল্য দেওয়া হয় না।
জাভি বলেন, ‘তারা (বার্সেলোনা) আপনাকে এমন অনুভূতি দেবে যে, প্রতিটি মূহূর্তে এখানে আপনার কোনো মূল্য নেই। সব কোচের ক্ষেত্রেই এটা হয়েছে। পেপ গার্দিওলা এটা বলেছে আমাকে, এর্নেস্তো ভালভের্দে বলেছে আমাকে। লুইস এনরিকের ক্ষেত্রে তো এখানে থেকে আমি নিজের চোখেই দেখেছি।’
জাভি আরও বলেন, ‘কোচের দায়িত্ব এখানে (বার্সায়) উপভোগ করার উপায় থাকে না। খুব ভালো জীবন কাটানো যায় না এখানে। মনে হয় যে, প্রতিটি মুহূর্তেই যেন জীবন-মরণের ব্যাপার। অন্য কোনো ক্লাবে এরকম হয় না। আমার মনে হয়, এই ক্লাবে কোচদের কাছে চাহিদার ক্ষেত্রে বড় একটি সমস্যা আছে।’
এর আগে বার্সার দায়িত্ব ছাড়ার ঘোষণায় জাভি বলেছিলেন, ‘বার্সেলোনায় আপনি সবসময় অনুভব করবেন, আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না, আপনি অবমূল্যায়িত হচ্ছেন-এভাবেই ক্লাব তার কাজ করে। মানসিক স্বাস্থ্যের দিক থেকে, এটা কঠিনও। আমি ইতিবাচক মানসিকতার মানুষ, কিন্তু প্রাণশক্তি ফুরিয়ে আসছে…এবং কিছু দৃষ্টিকোণ থেকে আমার উপলব্ধি, থেকে যাওয়ার কোনো মানে নেই।’
গতবারের চ্যাম্পিয়ন বার্সা এবারের লিগে ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে চলতি মৌসুমের বড় চমক জিরোনা। রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা বার্সার লিগ শিরোপা বলতে গেলে জন্য অনেক দূরের বাতিঘর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post