বার্সেলোনায় গেলেন মেসির বাবা!

0
54

স্পোর্টস ডেস্কঃ ইউরোপের ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় খবরগুলোর একটি হলো প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে লিওনেল মেসি চুক্তি নবায়ন করছেন না। যার ফলে নতুন গুঞ্জন চাউর হচ্ছে দলবদলের বাজারে। এবার সেই গুঞ্জনে লাগলো নতুন রঙ। বার্সেলোনায় গিয়েছেন মেসির বাবা ও তার এজেন্ট হিসেবে কাজ করা হোর্হে মেসি।

গণমাধ্যমের খবর অনুযায়ী মেসির বাবা ইতিমধ্যেই বার্সেলোনায় পৌঁছেছেন। আর সেখানে গিয়ে ক্লাবের কর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। মূলত পিএসজির সাথে আলোচনা সফল হয়নি বলেই বার্সাতে গিয়েছেন হোর্হে মেসি।

ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পিএসজির সাথে বুধবার আলোচনায় বসেছিলেন মেসির বাবা। তবে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির সাথে আলোচনাটা মনমতো হয়নি। সেখানে দলবদলের ফেয়ার প্লে নীতি বজায় রাখতে ক্লাবের খরচ কমানোর ব্যাপারে আলোচনা হয়। মেসির বেতন-ভাতা ও ক্লাবে স্থায়ীত্ব নিয়ে দুই পক্ষ সমঝোতাই আসতে পারেনি বলেই খবর প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যম।

আর এই সমঝোতা করতে না পারাতেই পিএসজিতে মেসির ভবিষ্যত শেষের পথে। নতুন চুক্তি নবায়ন না হলে, চলমান মৌসুম শেষে জুনে সম্পর্ক ছিন্ন হবে মেসি ও পিএসজির। এর আগে গেল কাতার বিশ্বকাপে আলোচনায় বসেছিল পিএসজি। সেখানে মেসির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছিল। কিন্তু এবার পিএসজির কথা পাল্টে যাওয়ায়, সফল ছিল না আলোচনা। এর মধ্যেই মেসির বাবার বার্সেলোনায় যাওয়ার খবরে নতুন গুঞ্জনের ডালপালা মিলছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here