বার্সেলোনায় ছুটি কাটালেন মেসি

0
76

স্পোর্টস ডেস্কঃ ছুটি কাটাতে অল্প ক’দিনের জন্য বার্সেলোনায় আসেন লিওনেল মেসি। পিএসজির পক্ষ থেকে পাওয়া ছুটি কাটাতে পুরনো ঢেরায় ফিরে আসেন সাবেক এই বার্সা খেলোয়াড়। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, রেস্তোরাঁয় বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে ডিনারও করেছেন মেসি ও তার পরিবার।

বার্সায় পরিবার নিয়ে ফিরলেও গণমাধ্যমের সাথে কোনো কথা বলেন নি মেসি। তবে ভক্তদের সাথে ছবি তোলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। জর্দি আলবা-সার্জিও বুস্কেটসদের সাথে মেসি ডিনার করেছেন বলে জানিয়েছেন ‘মার্কা’।

২০২১ সালে প্রিয় বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। আগামী জুনে লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। যদিও গণমাধ্যমের খবর, ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি, কিন্তু রাজি নন মেসি!

পিএসজি ছাড়া বা নিজের ভবিষ্যত ক্লাব নিয়ে মেসি সরাসরি কিছু বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানি না এর পরে কী? আমার ভবিষ্যত কোথায়? কিন্তু আমি সত্যিই জানি না আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।’

এদিকে মেসিকে ফেরাতে সবসময় ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন বার্সেলোনার খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। অবশ্য ক্লাবের আর্থিক সংকট, লা লিগার ফিন্যান্সিয়াল প্লে’র আইন-সব মিলিয়ে কাজটা যে মোটেও সহজ নয়, তাও ঘুরেফিরে বলছেন ক্লাবটির কর্তাব্যক্তিরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here