স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে দিয়েছেন লিওনেল মেসি, সেই খবর এখন সবার জানা। মেসির পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেই নিয়ে জোর আলোচনা চলছে এখন। ইউরোপের গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, মাথায় ঝুলে আছে সৌদি আরবের ক্লাব আল হিলালের দেওয়া বছরে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব। প্রস্তাব আছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকেও।
আরও একটা আলোচনা আছে, সেটা হলো আবারও বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। তবে সেখানে আর্থিক দিক দিয়ে তেমনভাবে কোনো লাভবান হবেন না। এছাড়া লা লিগার ফেয়ার প্লে নীতি আছে। সাবেক ক্লাব এবং এখানকার সমর্থকসহ সবকিছুই মেসির আপন। তাই ক্লাবটিতে ফেরার গুঞ্জন উড়িয়ে দেওয়া যায় না একেবারেই।
সেই গুঞ্জনে দিন দুয়েক আগে নতুন হাওয়া দেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। মেসির ভবিষ্যত যা বলেন এই সাবেক বার্সা তারকা, তাতে কাতালান সমর্থকরা নতুন আশার আলো দেখতে পারছিলেন তখনই। এবার সেই হাওয়ায় নতুন করে পাল দিলেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।
সোমবার বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে দেখা করতে তার বাড়িতে যান হোর্হে মেসি। সেখানে দুজনের মধ্যকার আলোচনা হয় বেশকিছু। এরপর বেরিয়ে এসে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জানান, মেসি বার্সেলোনায় ফিরতে চায় আবারও। তিনি নিজেও এমনটা চান। খুব শীঘ্রই এই ব্যাপারে জানাতে পারবেন বলে মনে করেন তিনি।
হোর্হে মেসি বলেন, ‘লিও (মেসি) বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় ফিরে দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি অপশন। আপনি শীঘ্রই ভবিষ্যত জানতে পারবেন।’
মেসির বার্সেলোনায় ফিরতে বড় বাঁধা লা লিগার আর্থিক নীতি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেই জায়গায় লা লিগা থেকে ছাড়পত্র পেয়ে গেছে কাতালান ক্লাবটি। সবুজ সংকেত পাওয়ার পরই নাকি দুই পক্ষের বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত মেসি বার্সেলোনায় ফিরেন না কি অন্য জায়গায় যান, সেটিই দেখার পালা এখন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা