স্পোর্টস ডেস্কঃ গেল কয়েকদিন ধরেই আলোচনায় প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে লিওনেল মেসি চুক্তি নবায়ন করছেন না। জুনে চুক্তির মেয়াদ শেষ হতেই ছাড়তে পারেন ক্লাব। যার ফলে নতুন গুঞ্জন চাউর হচ্ছে দলবদলের বাজারে। আবারও নাকি বার্সেলোনায় ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন মেসির বাবা ও তার এজেন্ট হিসেবে কাজ করা হোর্হে মেসি।
সম্প্রতি বার্সেলোনায় গিয়ে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে বৈঠক করেন হোর্হে মেসি, এমন গুঞ্জন চাউর হয়েছিল। তবে লাপোর্তার সাথে বৈঠকের কথা অস্বীকার করেছেন হোর্হে মেসি। একইসাথে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কম। যদিও জীবনে মোড় নেয় কখন, কীভাবে সেটাও বলেছেন তিনি।
হোর্হে মেসি বলেন, ‘আমার মনে হয় না বার্সেলোনায় ফিরবে সে। এমন কোনো সম্ভাবনা নেই। অদূর ভবিষ্যতে তার বার্সায় খেলার সম্ভাবনা কম।’
আর কখনোই বার্সেলোনায় ফিরবেন কিনা, এমন প্রশ্নে হোর্হে মেসির ভাষ্য, ‘আমি জানি না। এটা বলা মুশকিল। কারণ, জীবন কখন কোন দিকে মোড় নেয়, সেটা কেউ জানে না।’
ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পিএসজির সাথে গেল বুধবার আলোচনায় বসেছিলেন মেসির বাবা। তবে পিএসজির সাথে আলোচনাটা মনমতো হয়নি। সেখানে দলবদলের ফেয়ার প্লে নীতি বজায় রাখতে ক্লাবের খরচ কমানোর ব্যাপারে আলোচনা হয়। মেসির বেতন-ভাতা ও ক্লাবে স্থায়ীত্ব নিয়ে দুই পক্ষ সমঝোতাই আসতে পারেনি। আর এই সমঝোতা করতে না পারাতেই নাকি পিএসজিতে মেসির ভবিষ্যত শেষের পথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post