স্পোর্টস ডেস্কঃ অবশেষে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। ২০২১ সালে বার্সার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। তার হাত ধরেই তিন মৌসুম পর শিরোপার মুখ দেখলো কাতালান ক্লাবটি। সেটিও আবার চার ম্যাচ হাতে রেখেই।
৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সার পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে জাভির অধীনে এটি দ্বিতীয় শিরোপা বার্সার। এর আগে গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে ফাইনালে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করে জাভির দল।
দায়িত্ব নেওয়ার পর জাভির পথচলা খুব মসৃণ ছিল না। লিগের নানা পর্যায়ে অনেক সমালোচনার শিকারও হতে হয়েছে তাকে। এখন সাফল্যের স্বীকৃতিও মিলবে বলে আশা তার। জাভি বলেন, ‘অনেক ভুগতেও হয়েছে আমাদের। এই ক্লাবে সমালোচনার অভাব নেই। আশা করি, এখন কাজের মূল্যায়ন হবে। এটা বার্সা এবং আমি জানি, এখানে কীভাবে কাজ করতে হয়। খেলোয়াড় হিসেবেও ব্যাপারটি একই ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০