স্পোর্টস ডেস্ক:: লা লিগায় শিরোপার দৌড়ে থাকা বার্সেলোনার কাছে আরেক ধাপ এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান আরো কমিয়েছে দলটি।
ওসাসুনাকে ভার্লভার্দে ও মার্কোর গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দলটি। মাদ্রিদের পয়েন্ট এখন ৫১।
পয়েন্ট টেবিলের দশ নম্বরে ওসাসুনা ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করে রিয়ালের সঙ্গে। পাল্টা-পাল্টি লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোল শুন্য সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যেতে হয় তাদেরকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের দেখা মিলেনি। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৭৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। ভালভার্দের গোলে ১-০ ব্যবধান করে দলটি। পিছিয়ে পড়া ওসাসুনা গোল শোধের চেষ্টা করছিলো। তবে রিয়ালের প্রতিরোধে জালের দেখা পায়নি তারা।
১-০ গোলের স্কোর লাইনের ম্যাচটি নির্ধারিত সময়েও দ্বিতীয় গোলের দেখা পায়নি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্কোর গোলে রিয়াল মাদ্রিদ ব্যবধান বাড়ায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00