বার্সেলোনার রক্ষণ নিয়ে চিন্তিত জাভি

0
59

স্পোর্টস ডেস্কঃ লা লিগার দারুণ আরেকটি জয় পেয়েছে বার্সেলোনা। রোববার ভিয়ারিয়ালের মাঠে আতিথ্য নিতে যায় কাতালানরা। প্রতিপক্ষের মাঠে বার্সা ম্যাচ জিতেছে ৪-৩ গোলের ব্যবধানে। ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স নিয়ে খুব খুশি হতে পারছেন না কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ।

ম্যাচ শেষে জাভি বলেছেন, বার্সার রক্ষণে আরও উন্নতি না করলে সমস্যায় পড়তে হবে তাদের। জাভি বলেন, ‘আমি যা দেখেছি, সেটার জন্য আমি গর্বিত, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আমরা যদি বল দখলে নেওয়ার জন্য চাপ দেওয়া বন্ধ করি, তাহলে আমরা সমস্যায় পড়ব। রক্ষণে আমাদের উন্নতি করতে হবে। তবে আমি সন্তুষ্ট।’

ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে বল পেয়ে ইয়ামালের ক্রসে গাভি দারুণ হেডে খুঁজে নেন জাল। ১৫ মিনিটে চমৎকার এক দলীয় প্রচেষ্টায় বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ২৬ মিনিটে দারুণ হেডে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ। ম্যাচে ফেরে স্বাগতিকরা।

৪০ মিনিটে দারুণ প্রতি-আক্রমণে বার্সেলোনার জালে বল পাঠান অ্যালেক্সান্দার সরলথ। সতীর্থের নিচু ক্রস পেয়ে গোল করতে তার কেবল একটা টোকা দিতে হয়েছে। ভিয়ারিয়ালের জার্সিতে এটি তাঁর প্রথম গোল। সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে ম্যাচে প্রথমবার লিড নেয় ভিয়ারিয়াল।

৫০ মিনিটে চমৎকার এক আক্রমণে এগিয়ে যায় ভিয়ারিয়াল। পেদরাসার বাড়ানো বল ধরে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আলেক্স বায়েনা। এরপর জাভিহীন বার্সা সমতা ফেরায় ৬৮ মিনিটে। বদলি নামা ফেরান তরেসের ডান পায়ের শট জড়ায় জালে।

খানিক পরই আবার এগিয়ে যায় বর্তমান স্প্যানিশ লিগের চ্যাম্পিয়নরা। ইয়ামালের শট গোলরক্ষরের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগলে পেয়ে যান অরক্ষিত রবার্ত লেভানডফস্কি। ফাঁকা জালে অনায়াসেই বল পাঠান তিনি। চলতি আসরে এটাই পোলিশ স্ট্রাইকারের প্রথম গোল। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে বার্সা এখন পয়েন্ট তালিকার তিনে। ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here