স্পোর্টস ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা খোয়ানোর দুঃখ ভুলে অবশেষে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় রোববার রাতে লস ব্লাঙ্কোসরা ২-০ গোলের জয় পেয়েছে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল করেছেন করিম বেনজেমা ও টনি ক্রুস। দারুণ জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবার ৩ পয়েন্টে কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল।
সান ম্যামসে ২৪তম মিনিটে বেনজেমার দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। মার্কো আসেনসিওর হেড পাসে শূন্যে থাকা বল বাঁ পায়ের জোরাল ভলিতে জালে পাঠান ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। এই গোলে রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছুঁয়ে ফেললেন ফরাসি এই ফরোয়ার্ড।
৮৫তম মিনিটে সেবাইয়োসের বদলি নেমে জালের দেখা পান ক্রুস। ৯০তম মিনিটে রদ্রিগোর পাসে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন অভিজ্ঞ জার্মান মিডফিল্ডার। নিশ্চিত হয়ে যায় রিয়ালের ৩ পয়েন্ট। তাতে বার্সার সাথে পয়েন্টের ব্যবধান তিনে নামল রিয়ালের।
১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ৩৮। তাদের সমান ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে বিলবাও।
রোববার রাতের আরেক ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সা। জাভি হার্নান্দেজের দলের হয়ে গোল করেছেন পেদ্রি গঞ্জালেজ।
Discussion about this post