স্পোর্টস ডেস্কঃ লা লিগার তলানিতে থাকা এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদ প্রত্যাশিত জয় পেয়েছে। বুধবার রাতের ম্যাচটি তারা ৪-০ ব্যবধানে জিতেছে। দুটি পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও এবং লুকা মদ্রিচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের অষ্টম মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন অ্যাসেনসিও। দানি কারভাহালের পাস ধরে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলটি করেন তিনি। ২৮তম মিনিটে বেনজেমার গোল অভিমুখে দেওয়া হেড প্রতিপক্ষের ডিফেন্ডার রোকোর হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেটি কাজে লাগিয়ে ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা।
ম্যাচে নিজের প্রথম গোলে কিংবদন্তি রাউলকে ছাড়িয়ে যান বেনজেমা। রাউলের করা ৫৫০ ম্যাচে ২২৮ গোলের মাইলফলক ছাড়িয়ে যান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩১১ গোল (২৯২ ম্যাচে) করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বেনজেমা। সেটিও আসে পেনাল্টি থেকে। রদ্রিগো বক্সে গঞ্জালেজের পায়ে লেগে পড়ে গেলে আবার পেনাল্টি পায় রিয়াল।
৮০ মিনিটে কোনাকুনি শটে গোলবার খুঁজে নেন লুকা মদ্রিচ। এতে বড় জয়ে নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৬। ২১ ম্যাচে বার্সার এই পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post