বার্সেলোনার সান্ত্বনার জয়

0
138

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভিক্তোরিয়া প্লাজেনকে হারিয়ে শেষটুকু অন্তত ভালো হলো বার্সেলোনার। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে কাতালানরা জিতেছে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফেরান তরেস, একটি করে গোল মার্কোস আলোনসো ও পাবলো তোরের।

এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বার্সা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। তাই লা লিগার সবশেষ রাউন্ডে ভালেন্সিয়ার বিপক্ষে জেতা ম্যাচের আনসু ফাতি ও জর্দি আলবাকে রেখে বাকিদের বিশ্রাম দেন কাতালান কোচ জাভি হার্নান্দেজ।

দুসান অ্যারেনায় ম্যাচের মাত্র ৬ মিনিটে মার্কোস আলেনসো এগিয়ে দেন বার্সাকে। আনসু ফাতির শট প্রায় রুখেই দিয়েছিল প্লাজেন গোলরক্ষক। শেষ মুহূর্তে এগিয়ে গিয়ে বল জালে জড়ান আলেনসো। বিরতির ঠিক আগ মুহূর্তে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন তরেস। বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান থমাস কোরি। পরে ৬৩ মিনিটে সেই কোরিই ব্যবধান ৩-২ করেন। এর আগে অবশ্য ৫৪ মিনিটে তরেস নিজের জোড়া গোল পূর্ণ করেন।

তবে ৭৫তম মিনিটে রাফিনিয়ার পাস ধরে তোরে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করলে ম্যাচ ফের ঝুঁকে পড়ে বার্সেলোনার দিকে। সিনিয়র টিমের হয়ে প্রথম গোল পেলেন ১৯ বছর বয়সী এই তরুণ। আর শেষ পর্যন্ত এই ৪-২ গোলের সান্তনার জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল। ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সেলোনা ছয় ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় হলো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here