স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন সার্জিও বুস্কেটস। চলতি মৌসুমের শেষে কাতালানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। বুধবার এই তথ্য বুস্কেটস নিজেই জানিয়েছেন।
বার্সেলোনা ও সার্জিও বুস্কেটস সামাজিক যোগাযোগ মাধ্যম নিশ্চিত করেছেন বিষয়টি। মৌসুম শেষেই ক্যাম্প ন্যু ছেড়ে দেবেন এই তারকা। দুই পক্ষের মধ্যকার চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। এরপর আর নতুন চুক্তি নবায়ন হবে না। টুইটারে এক পোস্টে বার্সেলোনা বুস্কেটসের বিদায় নিশ্চিত করেছে। পোস্টের শিরোনামে ক্লাবটি লিখেছে, বার্সার একজন কিংবদন্তি বিদায় বলছেন।
বার্সার জার্সিতে ক্যারিয়ারে প্রায় সব শিরোপা জিতেছেন বুস্কেটস। ৭টি কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৮টি লা লিগার সঙ্গে তিনটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। স্পেন জাতীয় দলের হয়েও জিতেছেন বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ।
স্পেনের এই ফুটবলার ২০০৫ সালে বার্সেলোনার যুব দলে নাম লেখান। এরপর আর পেছনে ফিরে থাকাতে হয়নি। ২০০৭ সালে ‘বি’ দলে খেলেন বার্সার। পরের বছরই, অর্থাৎ ২০০৮ সালে বার্সার মূল দলের জার্সি গায়ে মাঠে নামেন।
ভিডিও পোস্টে বুস্কেটসের বর্ণিল ক্যারিয়ারের বর্ণনা দিয়েছে ক্লাবটি। টুইটে বুস্কেটস বলেন, সময় এসেছে বলার, বার্সেলোনার সাথে এটাই আমার শেষ মৌসুম। এই পথচলা কখনো ভুলে যাওয়ার নয়। যখন ছোট ছিলাম, বার্সেলোনার ম্যাচ দেখতে আসতাম কিংবা টিভিতে তাদের ম্যাচ দেখতাম, তখন সব সময় স্বপ্ন দেখতাম এই জার্সিতে এবং এই মাঠে খেলার। এরই মধ্যে সে সব স্বপ্ন পূরণ হয়েছে আমার। ধন্যবাদ জানাতে চাই, ক্লাবের সদস্য ও সারা বিশ্বজুড়ে থাকা বার্সেলোনা সমর্থকদের, যারা আমাকে এই পথচলায় সমর্থন জুগিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন।
ক্যারিয়ারের শুরুতে বার্সার হয়ে ১৫টি মৌসুম খেলবেন কল্পনাও করেননি জানিয়ে তিনি বলেন, ‘যখন তরুণ খেলোয়াড় হিসেবে এখানে এসেছিলাম, তখন যদি আমাকে বলা হতো, বিশ্বের সেরা এই ক্লাবটির হয়ে আমি ১৫টি মৌসুম খেলব, তাহলে আমি সেটা বিশ্বাস করতাম না। এই ক্লাব আমার জীবন, আজকে আমি যা, তার সবকিছু এবং সবসময় বার্সেলোনার সমর্থক হয়ে থাকব। সদস্য, খেলোয়াড়, অধিনায়ক হয়ে আমি ৭০০-এর বেশি ম্যাচ খেলেছি, এটা সম্মানের, স্বপ্নের এবং গর্বের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১১০
Discussion about this post