স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনায় এক বছর খেলার পর আবার পুরোনো ঠিকানা ম্যানচেস্টার সিটিতে ফিরলেন ইলকাই গিন্দোয়ান। আপাতত এক বছরের চুক্তিতে সিটিতে ফিরলেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে থাকছে, আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ।
সিটির জার্সিতে ১৪টি ট্রফি জয়ের স্বাদ পান গিন্দোয়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৩০৪ ম্যাচ খেলে গোল করেন ৬০টি। এরপর নতুন চ্যালেঞ্জের খোঁজে গত বছর পাড়ি জমান বার্সেলোনায়। তবে কাতালান ক্লাবটিতে যোগদান সুখকর হয়নি তার। জাভি হার্নান্দেজের অধীনে খেলে শিরোপাশূন্য মৌসুম শেষ করে বার্সা।
সিটিতে ফিরে ভীষণ খুশি গিন্দোয়ান। তিনি বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে আমার সাতটি বছর কেটেছিল দারুণ আনন্দে, মাঠে ও মাঠের বাইরে। সবাই জানে, পেপ গুয়ার্দিওলাকে আমি কতটা সম্মান করি-তিনি বিশ্বের সেরা ম্যানেজার এবং তার সঙ্গে প্রতিদিন কাজ করতে পারাটা একজনকে আরও ভালো খেলোয়াড় করে তোলে। সত্যি বলতে, আবারও সিটির জার্সি পরতে আমার তর সইছে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০