স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় দফায় বার্সেলোনার যাত্রাটা দীর্ঘ হলো না দানি আলভেজের। কাতালান ক্লাবটি জানিয়েছে, ৩৯ বছর বয়সী এ রাইট ব্যাককে ছেড়ে দিচ্ছে তারা। চুক্তি আর নবায়ন হচ্ছে না অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।
আলভেজ প্রথম দফায় ২০০৮ সালে সেভিয়া থেকে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। এরপর ৮ বছর কাটিয়েছেন ক্লাবটিতে। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি লিগ চ্যাম্পিয়নসহ আরও অনেক শিরোপা। এরপর ২০১৬ সালে তিনি যোগ দেন জুভেন্টাসে।
সেখান থেকে পিএসজি হয়ে ফেরেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে। কিন্তু সেই ক্লাবের সাথে কিছুটা ঝামেলা হওয়ায় গত সেপ্টেম্বরে সঙ্গে চুক্তি ভেঙে দেন। পরে বার্সেলোনায় শুরু হয় তার নতুন অধ্যায়।
ইনস্টাগ্রামে বুধবার আবেগময় বার্তায় আলভেজ বলেন, ‘এই ক্লাবের হয়ে ৮ বছর নিবেদিত থাকার পর বিদায় বলার সময় এলো। সব স্টাফকে আমি ধন্যবাদ জানাতে চাই এই ক্লাবে ফেরার সুযোগ দেওয়ার জন্য এবং এই অসাধারণ জার্সি আবার গায়ে চাপানোর সুযোগ দেওয়ার জন্য।’
আলভেজ আরো বলেন, ‘আশা করি, তারা আমার পাগলামো ও বিনোদন মিস করবে না। যারা থেকে যাচ্ছেন, আশা করি তারা এই দুর্দান্ত ক্লাবের চিত্র বদলে দেবেন। হৃদয়ের গভীর থেকে আমি এই কামনা করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০