স্পোর্টস ডেস্কঃ লা লিগায় টান চতুর্থ জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচটি ৭-০ গোলে জিতেছে কাতালানরা। রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে বড় জয়ে হ্যাটট্রিক করেছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। এতে করে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সংহত করেছে হ্যান্সি ফ্লিকের দল।
লিগের বাকি দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ যখন পয়েন্ট হারাচ্ছে, তখন বার্সেলোনা রীতিমতো ছুটছে। গত মৌসুমে ভঙ্গুর বার্সেলোনার এই মৌসুমে এমন শুরুর বড় কৃতিত্বই নতুন কোচ হান্সি ফ্লিকের। ভায়াদোলিদের সাথে ম্যাচ শেষে নিজেদের বদলে যাওয়ার রহস্য জানিয়েছেন বার্সা কোচ। এই জার্মান বলেন, ‘আমার কাছে দলই আগে, আমরা খুশি যে দলটি এত ভালো করছে। যখন লাঞ্চ বা ডিনারে যাই এবং আমি দেখি মানুষজন আমাদের প্রতি সদয় হয়, তারা আমাদের সাহায্য করে, তারা আমাদের সমর্থন করে, তারা আমাদের শক্তি দেয়। এখানকার পরিবেশটা দুর্দান্ত, মানসিকতাও সবার বেশ শক্ত, প্রত্যেকেই দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, যা আমাদের শক্তিশালী করে। আমরা একটি পরিবারের মতো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০