স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ফুটবলে চলছে ডিসেম্বরের আন্তর্জাতিক বিরতি। ক্লাব পর্যায়ে শীর্ষ লিগগুলোতে আপাতত নেই প্রতিযোগিতামূলক ম্যাচ। আগামী ফেব্রুয়ারিতে আবারো মাতোয়ারা হবে ইউরোপ-এশিয়ার শীর্ষ লিগের লড়াই।
আগামী ৬ ফেব্রুয়ারী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচের আগে অবশ্য দুঃসংবাদ শুনল মাদ্রিদের দলটি। মঙ্গলবার অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের করোনা আক্রান্তের খবর নিশ্চিত হয়েছে। তবে আসন্ন বার্সেলোনা ম্যাচটি ওবলাক খেলতে পারবেন। কারণ ম্যাচটি এখনো ঢের দেরিতে!
ওবলাকের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে তার ক্লাব অ্যাথলেটিকো। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ওবলাক কঠোরভাবে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশ মেনে চলছেন।
চলতি লা লিগায় ওবলাকের দল অ্যাথলেটিকো ২১ ম্যাচে ১০ জয় ও ছয় ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে আছে। দিয়েগো সিমেওনের দল বর্তমান লিগ চ্যাম্পিয়ন। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০