বার বার একাদশ পরিবর্তন কলকাতার, সমালোচনায় হরভজন

0
75

স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৯ রানে হারে কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে টানা ৪ ম্যাচে হারল দলটি। চেন্নাই ম্যাচে বাংলাদেশের লিটন দাসকে বসিয়ে বাড়তি পেসার খেলায় কলকাতা। তাতেও কাজের কাজ কিছুই হয়নি। হারের বৃত্তেই আবদ্ধ থাকে তারা।

কলকাতা তাদের একাদশ ঘন ঘন পরিবর্তন করার জন্য প্রশ্ন তুললেন হরভজন সিং। কলকাতার হয়ে আইপিএল খেলা সাবেক এই স্পিনার বলেন, ‘ক্রিকেটারদের উপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে একটা ঠিকঠাক পরিকল্পনা করতে হবে। এই মৌসুমে যে পরিকল্পনা এবং উদ্দেশ্য নিয়ে আপনি ক্রিকেট খেলবেন, সেটা দলের সকলের কাছে পরিষ্কার হতে হবে। অবশ্যই প্রতিপক্ষকে সম্মান করতে হবে। তবে ম্যাচ নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে।’

হরভজন আরো বলেন, ‘দলের খেলোয়াড়দের সমর্থন করতে হবে, যাতে ওরা মনে করে এটি তাদের দল এবং তারা পারফর্ম করার সুযোগ পাবে। তাদের মাথায় এই ভাবনাটা থাকাই উচিত নয় যে, যদি ওরা আউট হয়ে যায়, তবে পরের ম্যাচে সুযোগ পাবে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here