স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আজ ৯ মে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচ। ইংল্যান্ডের চেমসফোর্ডে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
আজ থেকে শুরু হতে যাওয়া সিরিটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। যদিও বিশ্বকাপে খেলা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে টাইগার শিবির।
তবে আয়ারল্যান্ডের সামনে রয়েছে সুযোগ। বাংলাদেশকে এই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলেই, ৮ নম্বরে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে আইরিশরা। যদিও কাগজে-কলমে সেটা অনেক কঠিনই। কেননা সিরিজে পরিস্কার ফেবারিট বাংলাদেশ। শক্তিমত্তা, পরিসংখ্যান, সব দিক থেকেই এগিয়ে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল ও গ্রাহাম হিউম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা