স্পোর্টস ডেস্কঃ অলিম্পিকের বাস্কেটবল ইভেন্টের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে টানা অষ্টমবারের মতো সোনা জিতল যুক্তরাষ্ট্র। রোববার (১১ আগস্ট) মেয়েদের বাস্কেটবলে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে এই সোনা সহজে আসেনি মার্কিন মেয়েদের। ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই উপহার দিয়েছে দুই দল। ম্যাচটা যুক্তরাষ্ট্র জিতেছে ৬৭-৬৬ ব্যবধানে।
টান উত্তেজনাকর ফাইনালে আজ ৬৭–৬৬ পয়েন্টে জিতেছে যুক্তরাষ্ট্র। যদিও ম্যাচের ৩.৮ সেকেন্ড বাকি থাকতে ৩ পয়েন্ট পেয়ে ব্যবধানটাকে ১ পয়েন্টে নামিয়ে এনেছিল ফ্রান্স। এরপর ফ্রি থ্রোতে ২ পয়েন্ট পেয়ে আবার ৩ পয়েন্টে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর নাটক হয়েছে আরও! শেষদিকে এসে বল ছোঁড়ার সময় ফ্রান্সের উইলিয়ামস থ্রি-পয়েন্ট লাইনের একটু ভেতরে ঢুকে যান। ফলে ৩ পয়েন্টের জায়গায় ২ পয়েন্ট যোগ হয় ফ্রেঞ্চদের নামের পাশে। মাত্র ১ পয়েন্টের জন্য হারতে হয় স্বাগতিকদের। তাতে দারুণ এক ইতিহাস লেখা হয়ে যায় যুক্তরাষ্ট্রের মেয়েদের নামের পাশে। অলিম্পিকে মেয়েদের বাস্কেটবলের গত ১৩ আসরেই সোনা জিতেছে তারা। এদিকে এই সোনাটি জিতেই পদক তালিকায় সবার ওপরে উঠেছে যুক্তরাষ্ট্র। ৪০টি সোনা জিতে সর্বোচ্চ পদকজয়ী দল হিসেবে এবারের অলিম্পিক শেষ করল আমেরিকার মেয়েরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০