স্পোর্টস ডেস্কঃ চলতি বাস্কেটবল বিশ্বকাপে খেলতে গিয়ে কিডনি হারালেন সার্বিয়ান ফরোয়ার্ড বরিসা সিমানিচ। গত ৩০ আগস্ট দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে দুর্ঘটনা শিকার হন তিনি। এবারের বাস্কেটবল বিশ্বকাপ আয়োজন হচ্ছে তিন দেশ মিলে- ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান। সিমানিচের কিডনি হারানোর ঘটনা ঘটেছে ফিলিপাইনে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ সুদানের নুনি ওমটের কুনুইয়ের আঘাতে আহত হয়েছিলেন সিমানিচ। গ্রুপ পর্বের সেই ম্যাচ জিতেছিল সার্বিয়া। ১১৫-৮৫ পয়েন্টে ফলাফল আসা ম্যাচের শেষদিকে দুর্ঘটনার শিকার হন সার্বিয়ান এই ফরোয়ার্ড। ওমটের কুনুয়ের আঘাতে আহত হওয়ার পর ম্যানিলার একটি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে করা হয় অস্ত্রোপচার।
সার্বিয়ান বাস্কেটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সিমানিচের একটি কিডনি নষ্ট হয়ে গেছে। ম্যানিলাতে দু’বার অপারেশন করা হয় তাঁর। প্রথম অপারেশন হওয়ার পরে সমস্যা আরও বেড়ে যায়। দলের চিকিৎসক ড্রাগান রাডোভানোভিচ দ্বিতীয় বার অপারেশন করেছেন।
এদিকে দক্ষিণ সুদানের ওমট জানান, কোনো উদ্দেশ্য ছিল না সিমানিচকে এইভাবে আঘাত করার। দুর্ঘটনাবশত ঘটনা ঘটে গেছে। ঘটনার আকস্মিকতায় গোটা সার্বিয়ান দল এই মুহূর্তে আতঙ্কে আছে বলে জানা গেছে। তবে ইতোমধ্যে তারা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালে যাওয়ার আগে তাদের বিপক্ষ কানাডা। আগামীকাল ম্যাচটি হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post