স্পোর্টস ডেস্কঃ আট গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচ জিতে জার্মান সুপার কাপ ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। ইউলিয়ান নাগেলসমানের দল জার্মান সুপার কাপে শনিবার লাইপজিগকে ৫-৩ গোলে বিধ্বস্ত করেছে। প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো ম্যাচে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে ১৯৮৯ সালের ম্যাচে সাত গোলের জন্ম দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন।
বায়ার্নের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকটা গোল করে রাঙিয়ে রাখলেন সাদিও মানে। লাইপজিগের রেড বুল অ্যারেনায় বায়ার্নের হয়ে একটি করে গোল করেন মানে, জামাল মুসিয়ালা, বেঞ্জামিন পাভার্ড, সের্গে জিনাব্রি ও লেরয় সানে।
১৪, ৩১ ও ৪৫ মিনিটে গোল করেন যথাক্রমে মুসিয়ালা, সাদিও মানে ও পাভার্ড। প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে থাকা বাভারিয়ানরা দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারিয়ে বসে। ৫৯ মিনিটে লাইপজিগের গোলের খাতা খোলেন মার্সেল হলস্টেনবার্গ। এরপর আরেক গোল হজম করে স্বাগতিকরা। জিনাব্রির গোলে আবারও তিন গোলের ব্যবধান ধরে রাখে বায়ার্ন (১-৪)।
৭৭ মিনিটে ক্রিস্টোফার এনকুকু ও ৮৯ মিনিটে দানি ওলমো গোল করে ব্যবধান কমান (৩-৪)। যোগ করা সময়ের ৮ মিনিটে ম্যাচের শেষ কিকে গোল করেন বদলি হয়ে নামা বায়ার্ন তারকা সানে। মৌসুমের প্রথম শিরোপা জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বায়ার্ন।
প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। গত মৌসুমে জার্মান কাপ দিয়ে প্রথম মেজর শিরোপা জিতে প্রথমবারের মতো সুপার কাপে খেলার সুযোগ পায় লাইপজিগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০