বিকেএসপি থেকে ঢাকায় হেলিকপ্টারে সাকিব, সৌম্য-তাসকিন, গেলেন মুম্বাইয়ে

0
64

স্পোর্টস ডেস্ক:: প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালে বিকেএসপি থেকে আগে একবার হেলিকপ্টারে করে ঢাকায় এসে বিজ্ঞাপন শ্যুটিং করেছেন সাকিব। এবার বিকেএসপি থেকে হেলিকপ্টারে সাকিবের সঙ্গী হলেন সৌম্য সরকার ও তাসকিন আহমদ।

তবে ম্যাচ চলাকালে নয়, ম্যাচ শেষে এই তিন তারকা হেলিকপ্টারে চড়ে ঢাকায় আসেন। হযরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সোয়া ৭টার বিমানে তারা মুম্বাই গেছেন। সেখানেও কাজ একই। বিজ্ঞাপনের শ্যুটিং।

জানা গেছে, মুম্বাইয়ে একটি চিপসের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নেবেন সাকিব-সৌমরা। সেই কাজে মুম্বাই যেতে বিকেএসপি থেকে তারা ঢাকায় ফিরেন হেলিকপ্টারে। সড়ক পথে যানজট এড়িয়েই হেলিকপ্টারে আসে যথা সময়ে ফ্লাইট ধরতে।

শুক্রবার বিকেএসপতি মোহামেডান স্পোটিং ক্লাবের ম্যাচ ছিলো শাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচটি জিতে সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান স্পোটিং ক্লাব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here