স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
আসরে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে কলকাতা। দুটিতে জয় ও দুটিতে পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে দলটি। সবশেষ ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে হেরেছে কেকেআর। এবার জয়ের ধারায় ফিরতে মরিয়া হওয়ার পাশাপাশি টেবিলে ওপরের দিকে উঠতে চোখ দলটির।
অপরদিকে মুম্বাই এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে অবস্থান করছে। দলটির অবস্থান এখন ৯ নম্বরে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টেবিলের ওপরের দিকে আসতে জয়ের বিকল্প নেই দলটির সামনে।
এই ম্যাচ ঘিরে বেশ আলোচনা বাংলাদেশের ক্রিকেটে। কেননা কলকাতা নাইট রাইডার্স দলে আছেন বাংলাদেশের তারকা লিটন কুমার দাস। এই ডানহাতি ব্যাটার প্রথমবারের মতো আইপিএল খেলতে গেছেন। দলের প্রথম তিন ম্যাচে ছিলেন না। জাতীয় দলের ব্যস্ততা কাটিয়ে যোগ দেন।
লিটন দলে যোগ দেওয়ার পর হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল। কিন্তু মতে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সেই ম্যাচ দিয়ে আইপিএল অভিষেক হয়নি লিটনের। যদিও মুম্বাইয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই কপাল খুলে যেতে পারে লিটনের। বর্তমানে কলকাতার ওপেনিং জায়গা সামলানো বিদেশি আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ৪ ম্যাচ খেলে ১ ফিফটিসহ করেছেন ৯৪ রান। স্ট্রাইক রেট ১২৫.৩৩। আহামরি কোনো পারফম্যান্স নয়, বরং চার ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। একাদশ থেকে জায়গা হারানোর সম্ভাবনা প্রবল।
যার ফলে লিটন দাসের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি। যদিও সাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয় যোগ দিয়েছেন কলকাতা শিবিরে। তিনি লিটনের বাঁধা হতে পারেন। জেসন রয় তুলনামূলক লিটনের চেয়ে পরিক্ষীত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এছাড়া তাকে যেভাবে তড়িঘড়ি করে ভিত্তিমূল্যের চেয়ে অনেক বেশি ২ কোটি ৮০ লাখ রুপিতে কেনা হয়েছে, সেটাতে পরিষ্কার কলকাতা কতটা চায় তাকে।
এতে করে গুরবাজের পরিবর্তে কেউ খেললে, আগে সেটা জেসন রয়ও হতে পারেন। আবার উপমহাদেশের ক্রিকেটার বিবেচনায় লিটনেরও সুযোগ আছে। তবে আন্দ্রে রাসেলের অফ ফর্ম নিয়েও ভাবতে হচ্ছে কলকাতাকে। একেবারেই রান পাচ্ছেন না এই ক্যারিবিয়ান তারকা। বল হাতে কিছুটা পারফর্ম করছেন। এছাড়া ওপেনিংয়ে দুর্দশা কাটাতে যদি দুই ওপেনারও কলকাতা খেলাতে চায়, সেক্ষেত্রে জেসন রয় আর লিটন হতে পারেন প্রথম পছন্দ। তাই লিটনের আজই অভিষেক হতে পারে কলকাতার একাদশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা