বিকেলে মাঠে নামছে নেইমারদের ব্রাজিল

0
5

স্পোর্টস ডেস্ক:: গতরাতেই ফাইনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। ইতালিকে এক প্রকার উড়িয়েই দিয়েছে মেসির দল। বাংলাদেশের ফুটবল সমর্থকেরা মূলত দুই ভাবেগ বিভক্ত। ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল সমর্থকদের গত রাতে সমর্থন ছিলো ইতালির প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কত আলোচনা, তর্ক-বিতর্ক।

আর্জেন্টিনার জয়ের রাতের পরদিনই মাঠে নামতে হচ্ছে ব্রাজিলকে। আজ বিকেলে ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দুই দল একে অপরের মুখোমুখি হবে।

নেইমারের দল ২০১৯ সালে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছিলো। দীর্ঘ দিন পর দলটি আবারো প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে। আগামি কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দু’দলই। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে কাতার যাবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ জিততে না পারলেও প্রায় সবক’টি আসরেই খেলে আসছে তারা।

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছিলো ব্রাজিল। ১৭ ম্যাচে একটি ম্যাচও হারতে হয়নি তাদেরকে। ১৪ জয়ের সঙ্গে তিন ‘ড্র’। দুর্দান্ত এক ব্রাজিলকে হয়তো দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। গত নয় বিশ্বকাপের মূল পর্বে খেলা দক্ষিণ কোরিয়াও এবারের বিশ্বকাপ নিশ্চিত করেছে। দুই দলের সমর্থকদের জন্য দারুণ একটি ম্যাচ আজ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here