স্পোর্টস ডেস্কঃ গত কয়েকদিনের ঘটনা নিয়ে ভিডিও বার্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি জানান, বিশ্বকাপ দল ভারত রওয়ানা দেওয়ার পর ভিডিও বার্তা দেবেন তিনি।
আজ বিকেল ৪টার ফ্লাইটে ভারতের গোয়াহাটি উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ৪টার পরে তাই জানা যাবে তামিমের বক্তব্য। বুধবার সকালে নিজের ফেসবুকে বাঁহাতি ওপেনার লিখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
এদিকে বিশ্বকাপ দল থেকে তামিম আকস্মিক বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুর কারণেই তাঁকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি। বিশ্বকাপের দল ঘোষণার পর মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তামিমের বাদ পড়া নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
এদিকে, নানা গুঞ্জনের মধ্যেই ফেসবুকে ভিডিও বার্তা আসা নিয়ে পোস্ট করেছেন তামিম। বাঁহাতি এই ব্যাটারের ঘোষণা অনুযায়ী ভিডিও বার্তার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে বিকেল ৪টা’র পর পর্যন্ত। কারণ বাংলাদেশের বিশ্বকাপ দল ভারতে রওয়ানা দেওয়ার পরই ভিডিও বার্তা দেবেন তামিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০