স্পোর্টস ডেস্ক:: টিম হোটেলের বাইরে, স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতা। গোলাগুলি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। বিদ্যুৎ নেই। অন্ধকারে পুরো দেশ। এর মধ্যেই লঙ্কা সফর করছে এক সঙ্গে দুই দেশ। অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট দল এই মুহূর্তে লঙ্কা সফরছে। এতো অস্থিরতার মধ্যেও দুই দেশের ক্রিকেটাররা নিরাপত্তার অভাববোধ করছেন না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে স্বাগতিক শ্রীলঙ্কা। মাঠে দাপটও দেখাচ্ছে দলটি। অস্ট্রেলিয়া সিরিজ শেষেই শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এরই মধ্যে পাকিস্তান দল পৌঁছে গেছে শ্রীলঙ্কায়।
অর্থনৈতিক সঙ্কট, রাজনৈতিক সঙ্কটের মধ্যেও ক্রিকেটানন্দে মেতে আছেন লঙ্কানরা। হাসিমুখেই স্বাগত জানাচ্ছেন বিদেশী ক্রিকেটারদের। ক্রিকেটাররা স্বাচ্ছন্দ্য বোধ করছে লঙ্কা সফরে। তবে আগের মতো স্বাধীন ভাবে ঘুরাফেরা করতে দেওয়া হচ্ছে না অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেটারদের।
টিম হোটেলে আছেন ক্রিকেটাররা। জেনারেটরের মাধ্যমে টিম হোটেলে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ রাখা হচ্ছে। লঙ্কান সেনাবাহিনী হোটেল ঘিরে রেখেছে। বিশেষ প্রয়োজন ছাড়া হোটেলের বাইরে যেতে পারছেন না ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট দলের একজন কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, লঙ্কানরা হাসিমুখে স্বাগত জানিয়েছে তাদেরকে। তিনি বলেন, ‘এর আগেও পাকিস্তান দল এই হোটেলে থেকেছে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কারণে হোটেল লাগোয়া শফিং মলে মাত্র দুইটি ফুড আউলেট বাকি রয়েছে। তবে স্থানীয়রা বেশ অতিথিপরায়ন। পাকিস্তান দলকে সবসময় হাসিমুখে স্বাগত জানাচ্ছেন তারা।’
নিজ দেশে এসব হামলা দেখে অভ্যস্ত পাকিস্তানের ক্রিকেটাররা জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘বন্দুক হামলা, বোমা বিস্ফোরণ- দেশে কী কী দেখিনি আমরা? তাই এই বিক্ষোভ দেখে কেউ ভয় পাচ্ছেন না। আমাদের দলকে সর্বোচ্চ পর্যঅয়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে।’
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারী পাকিস্তান। গলে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুলাই থেকে। কলম্বোতে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৪ জুলাই থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০